নোয়াখালী প্রতিনিধিঃ :
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নোয়াখালীর ৯ টি উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। লাখো ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মে) সকাল ৮ টা থেকে ৯ টা পযন্ত জেলার ৯৬৬ টি মসজিদ ও ৮৯৭ টি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতকে ঘিরে প্রতিটি স্থানে সার্বক্ষনিক পুলিশী নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিলো।
সকাল ৮টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় জেলা শহরের বায়তুল আমান কোর্ট জামে মসজিদে। পরে পর্যায়ক্রমে জেলা জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ’সহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতের স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারন মানুষ অংশগ্রহণ করেন।