Top
সর্বশেষ

বঙ্গবন্ধু সেতুতে ৩ দিনে টোল আদায় ৯ কোটি টাকা

০৩ মে, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ
বঙ্গবন্ধু সেতুতে ৩ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ৩ দিনে প্রায় সোয়া লাখ যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে প্রায় ৯ কোটি টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত ১২টা থেকে শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১২ টা পর্যন্ত ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপারে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা । শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১২টা থেকে শনিবার (৩০ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত ৪৩ হাজার ২৫৭টি যানবাহন পারাপারে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা। শনিবার (৩০ এপ্রিল) রাত ১২টা থেকে রোববার (১ মে) রাত ১২টা পর্যন্ত ৩৪ হাজার ১৩৭টি যানবাহন পারাপারে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৫৯ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। সবমিলে ঈদের আগের ৩ দিনে ১ লাখ ১৯ হাজার ৫৯৩টি যানবাহন পারাপারের বিপরীতে মোট টোল আদায় হয়েছে ৮ কোটি ৯২ লাখ ৯১ হাজার ২৫০ টাকা।

শেয়ার