Top

লামায় তীব্র খাবার সংকটে পড়েছে ৩৯ টি পরিবার

০৪ মে, ২০২২ ২:১৫ অপরাহ্ণ
লামায় তীব্র খাবার সংকটে পড়েছে ৩৯ টি পরিবার
বান্দরবান প্রতিনিধি :
লামায় উপজেলায় ১০০ একর জুমের অগ্নি সংযোগের ফলে সরই ইউনিয়নে ৮নং ওয়ার্ডের অবস্থিত লাংক ম্রো , রেংয়াং ও জয় চন্দ্র ত্রিপুড়া পাড়ার এলাকায় খাবার সংকটে দেখা দিয়েছে বলে জানিয়েছেন ত্রিপুড়া পাড়ার গ্রাম প্রধান (কারবারী) জয় চন্দ্র ত্রিপুড়া। খাবার সংকটের পাশাপাশি ওই তিন গ্রামের এলাবাসীর আতংঙ্কে বিরাজ করছে বলে জানান তিনি।
গ্রাম প্রধান (কারবারি) জয় চন্দ্র ত্রিপুড়া জানিয়েছেন, ১০০ একর পাহাড়ের জুড়ে জুমে অগ্নি সংযোগ দেয়ার কারণে জুমের ধান, আনারস, কলা সহ বিভিন্ন ফলমুলের বাগান ব্যাপক ক্ষতি হওয়ার কারণে খাদ্য সংঙ্কটে চিন্তায় পরেছেন পাড়াবাসী। শুধু তাই নয় এলাকায় অপরিচিত যে কাউকে দেখলে আতংঙ্কে থাকেন বলে জানান।
ম্রো পাড়া কারবারী লাংক ম্রো জানান, রেংয়াং, লাংক ম্রো , ও জয় চন্দ্র ত্রিপুড়া ওই তিন পাড়া পরিবার সংখ্যা ৩৯টি পরিবার। এই তিনটি গ্রামে জনসংখ্যা মাত্র ২শত ৫০ জন। ম্রো আর ত্রিপুড়া দুই জনগোষ্ঠি বসবাস।  লামার রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড পরিচালক কামাল উদ্দীন দলবল নিয়ে জুমের আগুন দেয়া পর গ্রামের মানুষদেরকে খুন ও মারার হুমকি প্রদানের কারনে ভয়ে বের হচ্ছেন নাহ এলাকারবাসী। যার ফলে দিন দিন আতংঙ্কের মধ্য দিয়ে খাবার  সংকটে দেখা দিয়েছে।
গ্রামবাসিরা জানিয়েছেন, লামার রাবার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড শ্রমিক দলবদ্ধভাবে ১০০ একর জুড়ে জুম পাহাড়ের অগ্নিসংযোগ দিয়েছে সেসব স্থানে জুমের ৪টি বসতঘর, কলা গাছ ১০ হাজার, আনারসের বাগানের চারা ৮০ হাজার, আপেলকুল ও দেশীয় বরই গাছ ৫ হাজার, ৬ একর জুড়ে কাঁচা- পাঁকা ধানসহ প্রাকৃতিক প্রানীর ও বিভিন্ন ছোট ছোট গাছ পুড়ে ছাই হয়ে গেছে। শুধু তাই নয় কে বা কখন আক্রমণ করবে সে আতংঙ্ক নিয়ে গ্রামের মানুষরা রাতের বেলাও সজাগ থাকেন। তবে এর প্রতিকার আশায় রয়েছেন সেসব এলাকায় পাহাড়ি জনগোষ্ঠির।
গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেছে, জুমের ফসলি চাষ করতে বিভিন্ন এনজিও সংস্থা থেকে লোন নিয়েছে প্রায় ২০ টি পরিবার। সেখানে কেউ নিয়েছেন ১০ হাজার আবার কেউ ২০-৩৫ হাজার টাকা লোন নিয়ে জুমের বাগান শুরু করেছিল। সেসব পরিবারের জুমের সব কিছু পুড়ে যাওয়াতেই ১০ লক্ষ টাকা ক্ষতি সম্মুক্ষীন হয়ে পড়েন। যার ফলে এখন অর্থ সংকট সহ খাবারের সংকট দেখা দিয়েছে বলে জানান গ্রামবাসীরা।
লাংকং ম্রো পাড়া বাসিন্দা হারমেতি ত্রিপুরা (৫৫) বলেন, আমরা দুশ্চিন্তায় আছি। ঘরের দিন দিন খাবারের সংকট ও অর্থ সংকট দেখা দিয়েছে। খাবারের সাথে পানি সংকটে পড়েছি। এভাবে হলে আমরা যাবো কোথায়?
সরই ইউপি চেয়ারম্যান মো, ইদ্রিছ কোম্পানি জানান, ঈদের আগের দিন তিন পাড়াবাসিদের ২৮ পরিবারকে ১০ কেজি করে চাউল দেওয়া হয়েছে।
লামা উপজেলার চেয়ারম্যান মোস্তফা জামাল জানান, ঈদ উপলক্ষে প্রত্যেক এলাকায় খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। তবুও ঈদের পর ঐসব গ্রামের খোজ নিয়ে দেখব।
শেয়ার