Top
সর্বশেষ

সিরাজগঞ্জে কলেজছাত্রীর আত্নহত্যা

০৪ মে, ২০২২ ১০:১৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে কলেজছাত্রীর আত্নহত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পৌর এলাকার উলিপুর মহল্লায় বুধবার (৪মে)দুপুরে দোলা খাতুন (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

নিহত দোলা ওই মহল্লার রেজাউল বেপারীর মেয়ে ও কাউরাইল ইসাহাক তফের আলী টেকনিক্যাল কলেজের একাদ্বশ শ্রেণির ছাত্রী ছিল।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রায় চার বছর আগে দোলার সঙ্গে উল্লাপাড়ার দবিরগঞ্জ গ্রামের এক ব্যক্তির বিয়ে হয়।

কিন্তু বিয়ের পর সংসারে বনিবনা না হওয়ায় স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। এ ছাড়াছাড়ি হওয়ার পর থেকেই হতাশাগ্রস্থ হয়ে পরে দোলা।

এ হতাশার কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ বিকেলেই পৌর এলাকার উলিপুর মহল্লার বাবার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার