গতকাল বুধবার (৪ মে) দুপুরে উপজেলার খলিশাপুর ইউনিয়নের শিমুলকান্দি কুরপার এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
নিহত বছির উদ্দিন উপজেলার ওই গ্রামের পশর আলীর ছেলে। আহতরা হচ্ছে নিহতের স্ত্রী হুছনে আরা, দুই ভাই রব্বানী ও আব্দুস সালাম এবং বোন রাহিমা আক্তার।
স্থানীয় ইউপি মেম্বার আবুল কালাম জানান, বছির উদ্দিনের সাথে একই গ্রামের চান শেখ ও মৌজা আলীর সাথে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে শাবল দিয়ে বছির উদ্দিনসহ তার স্বজনদের আঘাত করে। এতে তারা গুরুতর আহত হয়।
স্থানীয়রা বছির উদ্দিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এছাড়াও বছির উদ্দিনের স্ত্রীকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অন্যরা নেত্রকোনা জেলা হাসপাতালে ভর্তি রয়েছে।
নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্শেদা খানম জানান, ‘ঘটনাটি শুনেছি। পূর্বধলা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে রয়েছে। কাউকে আটক করতে পারেনি পুলিশ। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।