নোয়াখালী প্রতিনিধিঃ :
নোয়াখালীর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনি পিক-আপের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন সুবর্নচর উপজেলার চরবাটা এলাকার জোবায়েদা (৩০) ও একই উপজেলার আনসার মিয়ারহাট এলাকার সবুজ (৪০)।
বৃহস্পতিবার (৫ মে) বিকেল সাড়ে ৩ টায় ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াফদা হেরাঙ্গী রোডে এ ঘটনা ঘটে।
আহত সুমনা আক্তার সুবর্ণা (১৮), মনছুরা (৩৫), মো. ইউসুফ (৪৫) ও আবদুল্লাহকে (৪০) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সোনাপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে হতাহতরা সুবর্ণচর যাওয়ার পথে ধর্মপুরের হেরাঙ্গী রাস্তার মাথায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মিনি পিক-আপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে জোবায়দা ঘটনাস্থলে ও সবুজ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম ২ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।
তিনি বলেন, আহত মনছুরা ও আবদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।