Top
সর্বশেষ

৮০ লাখ টাকার হেরোইনসহ যুবক আটক

০৬ মে, ২০২২ ১২:০৪ অপরাহ্ণ
৮০ লাখ টাকার হেরোইনসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ :
চাঁপাইনবাবগঞ্জে ৮০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (০৫ মে) রাত ৯টা ৫৫মিনিটের দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্টের হাট থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফিল্টের হাটের আবু ডাক্তারের টাওয়ারের সামনে বকুল গাছের নীচে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮০০ গ্রাম হেরোইন জব্দ করে র‍্যাব। আটককৃত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার রশিক নগর বাবুপুর গ্রামের বানু মন্ডলের আব্দুল মালেক ওরফে জনি (৩০)।
র‍্যাব আরও জানায়, কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানটি পরিচালনা করা হয়৷ হাতেনাতে হেরোইন ছাড়াও মাদক ব্যবসায়ী আব্দুল মালেক ওরফে জনির কাছ থেকে একটি মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জানায়, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ হেরোইন এর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
শেয়ার