Top
সর্বশেষ

পাটুরিয়ায় ঈদ ফেরত যাত্রীদের চাপ থাক‌লেও ভোগান্তী নেই  

০৬ মে, ২০২২ ৩:১২ অপরাহ্ণ
পাটুরিয়ায় ঈদ ফেরত যাত্রীদের চাপ থাক‌লেও ভোগান্তী নেই  
মানিকগঞ্জ প্রতিনিধি  :

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাটে পারাপারে কোন প্রকার ভোগা‌ন্তি নেই। ঈদ শেষে কর্মস্থলগামী যাত্রীদের চাপ ‌কিছুটা বেড়েছে।

আজ দুপুরের পর কাটা গাড়ীর যাত্রী‌দের চাপও একটু বেড়েছে। তবে পর্যাপ্ত যানবাহন থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে না যাত্রীদের।

এদিকে লঞ্চ ও ফেরি থেকে নে‌মে কিছুটা পথ পায়ে হেটে টার্মিনালে যেতে হচ্ছে সাধারন যাত্রীদের। পরে যাত্রীরা সেখান থেকে লোকাল বাসে ক‌রে রাজধানীসহ অন্যত্র গন্তব্যে যা‌চ্ছে । বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এখনো পর্যন্ত ২১টি ফেরি দিয়ে ঈদ শেষেও কর্মস্থলগামী যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ত‌বে চাপ থাক‌লেও  সুশৃঙ্খলতার জন্য ঘাট এলাকা সর্ম্পূণ স্বাভাবিক র‌য়ে‌ছে।

শেয়ার