Top
সর্বশেষ

বগুড়ায় চোর সন্দেহে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা

০৬ মে, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
বগুড়ায় চোর সন্দেহে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা
বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শাজাহানপুরে চোর সন্দেহে মেহেরুল ওরফে মেরু (৩৫) নামের এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকালে শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মেরু নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দামরুল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে শাকপালা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে স্থানীয় লোকজন শাকপালা বন্দরের পার্শ্বে মসজিদের কাছে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মেরুর নির্দিষ্ট কোন পেশা নাই। তিনি মাদকসেবী। বৃহস্পতিবার রাতে শাকপালা বন্দরে থাকা একটি বাসে চুরি করতে গেলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মেহেরুল মাদকসেবী বলে জানা গেছে। চুরি করতে গিয়ে ধরা পড়ে তাকে হত্যা শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মরদেহের গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার