Top

শ্রীপুরে পোশাক শ্রমিকের আত্মহত্যা

০৬ মে, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
শ্রীপুরে পোশাক শ্রমিকের আত্মহত্যা
মোঃ উজ্জল মিয়া, শ্রীপুর (গাজীপুর) :

গাজীপুরের শ্রীপুরে রায়হান কবির (২২) নামে এক পোশাকশ্রমিক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাতে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের মুকুল মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার ভিনটেজ ডেনিম অ্যাপারেলস লিমিটেড কারখানায় শরিফুল ইসলাম পরিচয়ে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করতেন।

নিহতের চাচির বরাত দিয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বুধবার (৪ মে) দুপুরে রায়হানের বন্ধু স্ত্রীসহ তার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকালে তার বন্ধু বেড়ানো শেষে চলে যাওয়ার সময় রায়হান তার স্ত্রী সানিয়াকেও তাদের সঙ্গে বেড়াতে যেতে বলে। পরে সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে গান শোনে। আনুমানিক ৯টার দিকে বাড়ির লোকজন রাতের খাবারের জন্য ডাকলে সে খাবে না বলে জানায়। পরে রাত ১১টার দিকে বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করলে দরজা না খোলায় তাদের সন্দেহ হয়।

তিনি আরও জানান, একপর্যায়ে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। কী কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি। তবে সে নেশাগ্রস্ত ছিল বলে স্বজনেরা জানায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর হয়েছে।

 

শেয়ার