Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু ও বৃদ্ধের মৃত্যু

০৬ মে, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় শিশু ও বৃদ্ধের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু ও বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৬ মে) সকালে সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়। 
নিহতরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুরের মোহাম্মদ রায়হারের মেয়ে সামিয়া সিফা (০৫) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর বাবলাবোনা গ্রামের আব্দুর রশিদ (৫৮)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন মুঠোফোনে বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বালিকাপাড়া মোড় এলাকায় অটোরিক্সার ধাক্কায় সামিয়া সিফা নামে এক শিশু গুরতর আহত হয়। সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, শিবগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ জানান, শিবগঞ্জ উপজেলার খাসেরহাট বাজারে সকাল পৌনে ১০টার দিকে অটো চার্জার ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় ভ্যান থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুর রশিদ। ঘটনার পর মটরসাইকেল চালক পালিয়ে যায়।
উভয় ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও শিবগঞ্জ থানায় দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার