নিজস্ব প্রতিবেদক :
ভোলার মঙ্গল সিকদার বাজারে শুক্রবার ( ৬ মে) সন্ধ্যায় এক অতর্কিত সন্ত্রাসী হামলায় তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন হান্নানের বড় ভাই তজুমুদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্স এর ইপিআই টেকনিশিয়ান মিজানুর রহমান টিপু সহ ৬ জন গুরুতর আহত হয়েছে ।
এর মধ্যে চাচড়া ইউনিয়নের কুটি মিয়ার ছেলে জামালের অবস্হা গুরুতর। আশংকাজনক অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে ।
আহত মিজানুর রহমান টিপু জানান শুক্রবার সন্ধ্যায় জামালসহ আহত নিরব, বাচ্চু, নুর হাফেজ , শাহআলম ফরাজী সহ আরো কয়েকজন মঙ্গল সিকদার বাজারে চা পান করছিলেন। এ সময় রাজনৈতিক বিরোধের জের ধরে চাচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফিরোজ মেম্বারের নেতৃত্বে এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহালাম , সাদ্দাম, ছাত্তার, আরজু, বাদশা, নওয়াব, সোলায়মান, পিন্টু, সামসুদ্দিন সুমন, সেলিম, লোকমান হোসেন , ফখরুল, ছালাউদ্দিন, আইয়ুব আলী, কামরুল সহ আনুমানিক ২৫ জন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা সহ অতর্কিত হামলা করে । এ সময় মিজানুর রহমান টিপু সহ ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে ।