Top

বান্দরবানে বিজিবি অভিযানে দেড় কোটি টাকা ইয়াবা উদ্ধার

০৭ মে, ২০২২ ১২:২২ অপরাহ্ণ
বান্দরবানে বিজিবি অভিযানে দেড় কোটি টাকা ইয়াবা উদ্ধার
বান্দরবান প্রতিনিধি  :
দুর্গম এলাকায় থানচিতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বলিপাড়া বিজিবি। এসময় ইয়াবা কারবারী পালিয়েছে বলে জানা যায়।
শুক্রবার (৬ মে )সন্ধ্যায় থানচি উপজেলার নীলগিরি ও নীলদিগন্ত পর্যটন এলাকায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করেন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম পিএসসি।
তিনি জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে ও-ই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টের পেলে ইয়াবা কারবারী  জঙ্গলে লাফ দিয়ে পালিয়ে যায়। সেসময় ঐ স্থানে ফেলে যাওয়ার ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারের মূল্যে দেড় কোটি টাকা বলে জানান।
বিজিবি তথ্য মতে, দূর্গম থানচি উপজেলা নীলগিরি ও নীলদিগন্ত পর্যটন এলাকায় বলিপাড়া জোন কমান্ডার অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করেন।
বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম পিএসসি জানান, দুর্গম পার্বত্য এলাকায় মাদক চোরাচালান দমনের ব্যাটালিয়নের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরণের অভিযানের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শেয়ার