Top
সর্বশেষ

তালতলী ইউপি নির্বাচন: জামায়াত নেতা আ’লীগের মনোনয়ন চেয়েছেন

০৭ মে, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
তালতলী ইউপি নির্বাচন: জামায়াত নেতা আ’লীগের মনোনয়ন চেয়েছেন
বরগুনা প্রতিনিধি :

আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রত্যাশী সাবেক জামায়াত নেতা আব্দুল রাজ্জাক হাওলাদার। প্রার্থী হতে ইতিমধ্যে তিনি উপজেলা আওয়ামী লীগের এক সভায় আবেদনও জমা দিয়েছেন। জামায়াত নেতা এমন আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া নিয়ে ক্ষুব্ধ আওয়ামী লীগ ত্যাগী নেতাকর্মীরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামের মৃত কাশেম হাওলাদারের ছেলে আব্দুল রাজ্জাক হাওলাদার ২০০২ সালে জামায়াত নেতা থেকে আওয়ামী লীগে যোগদান করেন। এরপর রাজ্জাকের স্ত্রীর আপন বড়ভাই জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা হওয়ার সুবাদে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভাইটাল পজিশন। হয়েছেন অঢেল সম্পত্তির মালিক। এরপর ২০১৭ সালে তিনি পচাকোড়ালিয়া ইউনিয়ন নির্বাচনে অংশ নিতে একবার দলীয় মনোনয়ন চেয়েছিলেন! অনুপ্রবেশকারী হওয়ায় দলীয় নেতাকর্মীরা তাকে মনোনয়ন দেয়নি। নির্বাচনে দলীয় প্রার্থীরা করার জন্য উপজেলা আওয়ামী লীগের কাছে গত (০৬ মে) ৫ জনের নাম প্রস্তাব করেছেন। এ ৫ জনের মধ্যে সাবেক জামায়াত নেতা আব্দুল রাজ্জাক হাওলাদারেরও নাম প্রস্তাব করেছে অনুপ্রবেশকারী খোলস পালটানো কিছু নেতাকর্মীরা। তবে এ নিয়ে ক্ষুব্ধ ত্যাগী নেতাকর্মীরা।

এ বিষয়ে পচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন হাওলাদার জানান, রাজ্জাক হাওলাদার জামায়াত ইসলামের সক্রিয় কর্মী ছিলেন। এটা তালতলী উপজেলার প্রত্যেকটা মানুষের মুখে মুখে। আজকে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কোন মূল্যায়ন নেই। চলছে দলীয়ভোট বাণিজ্য মনোনয়ন বাণিজ্য। ত্যাগী নেতাদের কোনো জায়গা নেই। তিনি আরও বলেন, আমার বাবা আওয়ামী লীগের নেতা ছিলেন। আমি ছাত্রলীগ করেছি যুবলীগ করেছি এবং পরপর দুইবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি। আজকে উপজেলা আওয়ামী লীগের এক সভায় রাজ্জাক অনুপ্রবেশকারী হয়েও মনোনয়ন চেয়েছেন! তাহলে আওয়ামী লীগের ত্যাগী নেতা হয়ে লাভ কি? রাজ্জাকের মতো লোক দলীয় মনোনয়ন চাওয়ায় আমার ইউনিয়নের ত্যাগী নেতারা ক্ষুব্ধ।

এ বিষয়ে মুঠোফোনে কথা বলতে চাইলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জামায়াত নেতা রাজ্জাক হাওলাদার কথা বলেননি।

তালতলী উপজেলা আওয়ামী লীগের তৌফিকুজ্জামান তনু জানান, রাজ্জাক হাওলাদার একসময় জাতীয় পার্টি করত কিন্তু জামায়াত করত কিনা তা আমি জানিনা। সে জেলা আওয়ামী লীগ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সে অনুপ্রবেশকারী। সে অনুপ্রবেশকারী হয়ে কিভাবে মনোনয়ন চায় সেটা আমার বোধগম্য নয়।

 

শেয়ার