চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স ৪০তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চুয়াডাঙ্গা জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেন। চুয়াডাঙ্গা শহরস্থ হোটেল সাহিদ প্যালেস শনিবার সকাল ১০ঘটিকায় চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স ৪০তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চুয়াডাঙ্গা জেলার ২৫জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশ ও জনসাধারণের কল্যাণে সকলকে একযোগে কাজ করতে হবে। সকলকে দেশপ্রেমিক হতে হবে। তিনি আরোও বলেন, দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে চুয়াডাঙ্গা জেলাকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।
জনাব মুন্সি আবু সাইফ, সহযোগী অধ্যাপক, সরকারি কলেজ, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর এ কে এম সাইফুর রশিদ (অধ্যক্ষ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা), জনাব দিলীপ কুমার আগরওয়ালা (ভার্চুয়ালি উপস্থিত ছিলেন) এফবিসিসিআইয়ের পরিচালক ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর, জনাব মোঃ এখলাছ উদ্দিন সুজন, ম্যানেজিং ডিরেক্টর, এম আর লজিস্টিক বিডি লিমিটেড, জনাব আব্দুল্লাহ-আল-নোমান, এক্সিকিউটিভ ডিরেক্টর, শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসলাম হোসেন, চুয়াডাঙ্গা ভলেন্টিয়ার্স। এছাড়াও ৪০তম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ২৫জন ও তাঁদের অভিভাবক , সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।