শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম :
কুড়িগ্রাম সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে জান্নাতি (৬) নামের এক কন্যা শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ওই শিশু সদরের যাত্রাপুর ইউনিয়নের রলা কাটা চর গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের মেয়ে।
শনিবার (৭ মে) দুপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার এ ঘটনা ঘটে।
যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী সরকার এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজ জান্নাতি দুপুরের দিকে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
পরিবারের লোকজন কোথাও খুঁজে না পেলে কুড়িগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতে সেখানে পৌছায় এবং উদ্ধার কাজ চালাচ্ছেন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইর্নচাজ মেহেদী হাসান জানান, একটি শিশু ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন। এখন রাত ১০টা বাজে এখন পর্যন্ত উদ্ধার হওয়ার কোন খবর পাওয়া যায়নি।