Top
সর্বশেষ

চট্টগ্রামে বেড়াতে এসে ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী তরুণী

০৮ মে, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ
চট্টগ্রামে বেড়াতে এসে ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী তরুণী
চট্টগ্রাম প্রতিনিধি:: :

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকাতে পাহাড়ের ঢালুর নিচ থেকে অচেতন অবস্থায় ২০ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ধর্ষণের পর ওই তরুণীকে ফেলে ধর্ষকেরা পালিয়েছে।
শনিবার (৭ মে) বিকেল তিনটার দিকে পীর আউলিয়ার মাজারের পার্শ্ববর্তী পাহাড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগী তরুণী কুমিল্লার দেবিদ্বারের বাসিন্দা। ঈদের ছুটিতে চট্টগ্রামে বেড়াতে এসেছেন। বিকাল তিনটার দিকে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পাহাড়ের ঢালুতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

আকবরশাহ থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস বলেন, অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধর্ষণের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মেয়েটি বাকপ্রতিবন্ধী হওয়ায় ঘটনার কথা জানা যায়নি। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

শেয়ার