Top

সিরাজগঞ্জে পথ শিশুদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণ

০৮ মে, ২০২২ ১২:৪৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে পথ শিশুদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণ
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জের তাড়াশে সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ভিলেজ ভিশন শনিবার প্রায় দিনভর এ আনন্দ অনুষ্ঠান করেছে। এ সময় সংগঠনটি পথ শিশুদের নিয়ে তাড়াশ উপজেলা সদরে আনন্দ র‌্যালী বের করে। পরে তাড়াশ উপজেলার দর্শনীয় স্থান গুল্টা খ্রিষ্টান মিশনারীতে নিয়ে যাওয়া হয় এবং দিন ব্যাপী খেলা-ধূলা, নাচ-গানসহ বিভিন্ন কুইজে মেতে ওঠে ওই পথশিশুরা।

ওই সংগঠনের পরিচালক শরিফ খন্দকার সাংবাদিকদের জানান, পথ শিশুরা অন্য শিশুর মতোই ঈদের আনন্দ উপভোগ করতে চায়। কিন্তু আর্থিক অভাব অনটনে কোমলমতি পথ শিশুরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়ে থাকে। আর পথ শিশুদের আনন্দ দিতে এলাকার ৬৫ জন পথ শিশুকে নিয়ে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।

দুপুরে ওই শিশুসহ অভিভাবকরা বনভোজনে অংশ নিয়ে আনন্দঘন পরিবেশে খাবার খেয়েছে। বিকেলে কুইজে অংশ নেয়া পথ শিশুদের মধ্যে ওই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরণের উপহার বিতরণ করা হয়। এ সময় গুল্টা খ্রিষ্টান পল্লীর পাল পুরোহিত কার্লো বুদজি প্রিমেসহ ওই পথ শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন ।

 

শেয়ার