Top
সর্বশেষ

করোনায় রেড ক্রিসেন্টের মতো মানবিক কেউ হতে পারেনি

০৮ মে, ২০২২ ১:৫৩ অপরাহ্ণ
করোনায় রেড ক্রিসেন্টের মতো মানবিক কেউ হতে পারেনি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা রেড ক্রিসেন্টর স্বেচ্ছাসেবকদের কার্যক্রম ও অবদান স্বর্নাক্ষরে লিখে রাখার মতো। করোনার সংক্রমণ প্রতিরোধ ও করোনা রোগীদের চিকিৎসায় তাদের ব্যাপক অবদান রয়েছে। তাদের জন্য আমরা গর্ব অনুভব করি।
করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত রোগীদেরকে তাদের পরিবার, ছেলে-মেয়েরা ছেড়ে চলে গেলেও, তাদের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। তাদের মত মানবিক কেউ হতে পারেনি। আশা করি, আগামীতে তারা আরও মানবিক হবে।
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। “মানবিক হও” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
রোববার (০৮ মে) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের আয়োজনে সকালে জেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
র‍্যালী শেষে জেলা পরিষদের প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য আব্দুর রাকিবের সঞ্চালনায় আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম। সভার সভাপতিত্ব করেন, জেলা রেড ক্রিসেন্টের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিম-উদ-দৌলা চৌধুরী। বক্তব্য রাখেন, কার্যনির্বাহী পরিষদের সদস্য মাহমুদুর রহমান সান্টু, রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট প্রধান সুমাইয়া ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্টের বিভিন্ন স্কুল-কলেজের স্বেচ্ছাসেবকরা।
সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন বিশ্বব্যাপী প্রায় ৯৭ মিলিয়ন স্বেচ্ছাসেবী, সদস্য এবং কর্মীসহ একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন। যা মানুষের জীবন এবং স্বাস্থ্য রক্ষা, সব মানুষের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে সারাবিশ্বে মানবিক কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি।
শেয়ার