Top
সর্বশেষ

জীবননগরে পুলিশের অভিযানে ৪ জুয়াড়ী গ্রেপ্তার

০৮ মে, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
জীবননগরে পুলিশের অভিযানে ৪ জুয়াড়ী গ্রেপ্তার
জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) :

জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে রোববার রাতে বাঁকা গাঁং পাড়া থেকে ৪ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন পুলিশ।

থানা পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেকের নেতৃত্বে এসআই গোপাল চন্দ্র মন্ডল,এএসআই ইউনুছ আলী ও এএসআই রুহুল আমীন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রীকালীন বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বাঁকা গাং পাড়ার জনৈক ইব্রাহীমের মেহগনি বাগানের থেকে জুয়া খেলা করার সময় বাঁকা ঘোষনগর গ্রামের আত্তাব বিশ্বাসের ছেলে মোশারেফ হোসেন (৪৫), নওদাপাড়া গ্রামের জয়নাল গাজীর ছেলে মইদুল ইসলাম (৪২), আহসান মন্ডেল ছেলে বাহারাম ওরফে বাহার (৩৪) ও নুর ইসলামের ছেলে ইন্তাজ মন্ডল (৪৫) কে জুয়া খেলায় ব্যবহৃত নগদ দুই হাজার ৯০ টাকাসহ গ্রেপ্তার করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক বলেন, গ্রেপ্তারকৃত ৪ জুয়াড়ীর বিরুদ্ধে জীবননগর থানায় জুয়া আইনে মামলা রুজু হইছে। তাদেরকে আজ সকালে চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হইছে।

শেয়ার