Top
সর্বশেষ

আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

০৯ মে, ২০২২ ১১:২৯ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮
নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছে আটজন। রোববার বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন চলাকালীন বক্তব্য দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে শিবপুর ইউনিয়নের সাহার পাড়, ইসলামপুর ও আটিয়ারা গ্রাম নিয়ে গঠিত ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়। শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন চলাকালীন বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দু’সভাপতি প্রার্থী আবু বক্কর সরকার ও কবিউর রহমান ভূইয়ার সমর্থকদের তর্কবির্তক শুরু হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে সাহার পাড় গ্রামের মাসুদুর রহমান (৫২), রাসেল ভূইয়া (৩৬), রুবেল ভূইয়া (৩২), আলা উদ্দিন (২৮), মোতাহার সরকার (২৫), আবু বক্কর সিদ্দিক সরকার (৫৫), কামাল উদ্দিন (৪০), রুকন উদ্দিন (৩০) আহত হন। পরে তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সম্মেলনে উপস্থিত নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও শিবপুর ইউনিয়নের কমিটি গঠনের দায়িত্ব প্রাপ্ত নেতা আলহাজ বোরহান উদ্দিন আহম্মেদ বলেন, গঠনতন্ত্র মোতাবেক ভোটের মাধ্যমে কমিটি ঘোষণা করেছি। সম্মেলনে একজনের বক্তব্যকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনই সংঘর্ষে লিপ্ত হয়। এতে কয়েকজন আহত হয়েছে, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
শিবপুর ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, সম্মেলনের বিষয়ে পুলিশকে কোনো কিছু জানানো হয়নি। সংবাদ পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের চিকিৎসার জন্য নবীনগর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা কাজী জহির উদ্দিন সিদ্দিকসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার