Top
সর্বশেষ

কোথাও যাবার জায়গা থাকে না তখন আদালতে আসে মানুষঃ প্রধান বিচারপতি

০৯ মে, ২০২২ ১১:৫০ পূর্বাহ্ণ
কোথাও যাবার জায়গা থাকে না তখন আদালতে আসে মানুষঃ প্রধান বিচারপতি
মিঠুন গোস্বামী, রাজবাড়ী :

জনগণের টাকায় আমাদের বেতন হয়। এজন্য জনগণের উপকার হয় সেই কাজ আমাদের করতে হবে। আমি শপথ নেয়ার পর বিভিন্ন বারের আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। তাদের আমি এই বিষয়ে বলেছি।

৯ টা বাজার ৫ মিনিট আগে অফিসে আসতে বলেছি। মানুষ যখন বিপদে পড়ে আর কোথাও যাবার জায়গা থাকে না তখন আদালতে আসে। কিন্তু তার সেই কেস যদি ২০ বছর ৩০ বছর ধরে চলে, তাহলে কেন মানুষের আস্থা থাকবে।

মানুষের কনফিডেন্স থাকবে না। আমাদের কনফিডেন্স ফিরিয়ে আনতে হবে। কাউকে সমালোচনা করার আগে আত্মসমালোচনা করতে হবে। নিজেকে বদলাতে হবে। নিজের কাজ সম্পর্কে সচেতন হতে হবে। মানুষের সেবা করতে হবে।

রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ সুপ্রিম কোটের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রোববার (৮ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা বার ভবনের সামনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা বার এসোসিয়েশনের পক্ষথেকে বাংলাদেশ সুপ্রিম কোটের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামানকে সংবর্ধনা দেয়া হয়।

এ সময় রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ টি এম মোস্তফা সভাপতিত্বে সংবর্ধিত দুই অতিথিসহ আরও বক্তব্য দেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমীন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি স্বপন কুমার সোম, সাবেক সভাপতি মনজুর মোরশেদ। স্বাগত বক্তব্য দেন জেলা বারের সাধারণ সম্পাদক বিজন কুমার বোস। মানপত্র পাঠ করেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী দেবাহুতি চক্রবর্তী।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান বক্তব্য কালে বলেন, মানবিক বিচারপতি হাসান ফয়েজের মতো এত অভিজ্ঞতা সম্পন্ন আর কোনো প্রধান বিচারপতি ছিল কিনা জানি না।

একজন আইনজীবী হিসেবে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তিনি ছিলেন আইনবান্ধব ও শ্রদ্ধাভাজন। অনেক মামলা দীর্ঘদিন ধরে বিচারাধীন আছে। বিচারকের সংকটও ছিল। এসব সমস্যা সমাধান করা হবে। রাজবাড়ীতে সম্প্রতি কয়েকজন বিচারক নিয়োগ দেয়া হয়েছে।

সভার শুরুতে সদ্য প্রয়াত আইনজীবী সাবেক সংসদ সদস্য সদ্য প্রয়াত আইনজীবী জিকরুল আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। এরপর জেলা বার এসোসিয়েশন, আইনজীবী সহকারী ও শিক্ষানবিস আইনজীবীদের পক্ষ থেকে সংবর্ধিত দুই অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে।

শেয়ার