Top
সর্বশেষ

সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

০৯ মে, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ-এনায়েতপুর আ লিক সড়কের এনায়েতপুর থানার আজুগড়া নামক স্থানে সোমবার দুপুরে বালুবাহী ট্রাকচাপায় তারেক হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহত তারেক এনায়েতপুর থানার মহেশপুর চর গ্রামের নুর ইসলামের ছেলে। সে পেশায় মোবাইল ফোন মেরামতকারী ছিলেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, তারেক হোসেন সোমবার (৯ মে) দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে এনায়েতপুর বাজারে যাওয়ার পথে আজুগড়া নামক স্থানে আব্দুল মান্নান ফকিরের অবৈধ বালু মহাল থেকে বালু বহনকারী একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। চালক ও ট্রাক আটকের চেষ্টা চলছে।

শেয়ার