Top
সর্বশেষ

কালকিনির রমজানপুরে উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যা হাসপাতাল কমপ্লেক্স

০৯ মে, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ
কালকিনির রমজানপুরে উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যা হাসপাতাল কমপ্লেক্স
মাদারীপুর প্রতিনিধি :

প্রয়োজনীয় সেবা পেতে মানুষকে যেন আর নগরমুখি হতে না হয় সেজন্য রাস্তাঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন ধরণের প্রতিষ্ঠান নির্মাণ ও আধুনিকায়ন করা হয়েছে মাদারিপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে নির্মাণ করা হয়েছে ৫০ শয্যার একটি আধুনিক ইসলানিক মিশন হাসপাতাল কমপ্লেক্স।

এর মধ্যে দিয়ে মাদারীপুর জেলার কয়েকটি ইউনিয়ন সহ কালকিনি উপজেলা ও পার্শ্ববর্তী বরিশাল ও শরিয়তপুর জেলার প্রায় ৫ লাখ মানুষ বাড়ির কাছেই পাবে আধুনিক চিকিৎসা সেবা।মাদারীপুর জেলা সদর থেকে ২৭ কিলোমিটার দূরে কালকিনি উপজেলার অবস্থান।

মাদারীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন সহ কালকিনি উপজেলার ১৫টি ইউনিয়নে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের বসবাস। এ বিপুল জনগোষ্ঠীর সুচিকিৎসার জন্য ছুটতে হয় জেলা অথবা বরিশাল সদর হাসপাতাল গুলোতে। সাধারণ একটি অস্ত্রপাচারের দরকার পড়লেও যেতে হয় জেলা সদরে।

এমন পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে উদ্যোগ নেন স্থানীয় সংসদ সদস্য ড. আব্দুস সোবহান গোলাপ এমপি। তার বিশেষ অনুরোধে ইসলামিক ফাউন্ডেশনের অর্থায়নে রমজানপুরে ৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণের অনুমতি দেয় সরকার।আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি জানান, অজপাড়া গায়ে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করা মোটেও সহজ কাজ ছিল না।

হাসপাতালের বেশির ভাগ জমিই আমাদের পরিবারের। তাদের সবাইকে রাজি করিয়ে আমরা হাসপাতালের জন্য জমি সরকারকে দান করে হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করি। বাংলাদেশে মাত্র দুইটি ইসলামিক মিশন হাসপাতালের অনুমতি দেয় সরকার।এর একটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকিনির সাধারণ মানুষের আধুনিক চিকিৎসার জন্য উপহার দিয়েছেন তাই হাসপাতাল কমপ্লেক্সটি স্থাপন হচ্ছে কালকিনির রমজানপুরে।রমজানপুর ইউনিয়নেই অন্তত ২৫ হাজার লোকের বাস।

কয়েক বছর আগেও চলাচলের জন্য ভালো রাস্তা ছিল না মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নে। সেখানে এ হাসপাতাল নির্মাণের ফলে সকল শ্রেণি পেশার মানুষ উচ্ছসিত।রমজানপুর ইউপি চেয়ারম্যান বি এম মিল্টন ইব্রাহীম বলেন, ‘বর্তমানে এই এলাকার মানুষদের চিকিৎসা সেবা পেতে দূরে যেতে হয়। হাসপাতাল কমপ্লেক্সটি নির্মাণ শেষ হলে এলাকার মানুষসহ আশেপাশের জনগণের চিকিৎসা সেবা অনেক সহজ হবে।

তিনি স্থানীয় এমপি ড আবদুস সোবহান গোলাপ এমপি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।নির্মাণাধীন এই হাসপাতাল কমপ্লেক্সে ৫০ শয্যার চিকিৎসা ভবন ছাড়াও স্টাফ কোয়ার্টার, নার্স ডরমেটরী, কনসালটেন্ট ডরমেটরি, ওয়ার্ড বয় ডরমেটরি, ডিরেক্টর ডরমেটরি, বিদ্যুতের সাবস্টেশন বিল্ডিং, ড. আবদুস সোবহান গোলাপ এমপির বসতবাড়ীর দেয়াল ঘেঁষে করা হাসপাতালের সামনের বিশাল অংশে থাকছে বিনোদনের জন্য সুবিশাল পার্ক, মসজিদসহ আরো কয়েকটি স্থাপনা।এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৩১ কোটি ৬ লাখ টাকা।

২০১৮ সালের সেপ্টেম্বরে এ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ড. আব্দুস সোবহান গোলাপ। আগামী জুন জুলাইয়ের মধ্যেই এই হাসপাতাল উদ্বোধন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই বিষয়ে চাইলে রমজানপুর ইসলামিক মিশন হাসপাতাল প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান এম জামাল এন্ড কোম্পানি লিমিটেডের প্রকল্প ব্যাবস্থাপক কাজী সিরাজুল ইসলাম জানান – প্রকল্পের সকল কাজ প্রায় শেষ, চিকিৎসার যাবতীয় সরঞ্জামাদি এসে গেছে, এখন এখন ধোয়ামোছা ও সরঞ্জাম যথাস্থানে বসানোর কাজ চলছে, প্রকল্পের বেশির ভাগ কাজই শেষ হয়ে গেছে। মূল ভবন নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।

অন্যান্য কাজগুলো শেষ হলে এবং প্রয়োজনীয় জনবল বরাদ্দ পেলে জুন-জুলাইয়ের মধ্যেই হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া শুরু করা যাবে। খুব শীঘ্রই হাসপাতাল কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।খুব শীঘ্রই আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা পেতে যাচ্ছেন কালকিনি সহ পার্শ্ববর্তী জেলার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রায় ৫লক্ষাধিক সাধারণ মানুষ।

শেয়ার