Top
সর্বশেষ

চট্টগ্রামে মাদক মামলায় দুইজনের ৫ বছর কারাদণ্ড

০৯ মে, ২০২২ ৬:৫৯ অপরাহ্ণ
চট্টগ্রামে মাদক মামলায় দুইজনের ৫ বছর কারাদণ্ড
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মাদক মামলায় দুইজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এরা হলেন, মো.নুরুল গণি ও সাইফুল ইসলাম। সোমবার দুপুরে দুই আসামির উপস্থিততে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ এ তথ্য নিশ্চিত করেন। সাজাপ্রাপ্ত -মো.নুরুল গণি নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপু এলাকার মৃত হাজী ওয়াদুল হকের ছেলে ও সাইফুল ইসলাম পটিয়ার দক্ষিণ হরিণখাইন গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় মো.নুরুল গণি ও সাইফুল ইসলাম নামে দুই আসামিকে ৫ বছরের কারাদণ্ড সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ জানুয়ারি আতুরার ডিপু এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক জাকির হোসেন বাদি হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। আদালতে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

শেয়ার