Top
সর্বশেষ

টাঙ্গাইলের দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধে খুন হলেন সিএনজি চালক

০৯ মে, ২০২২ ৬:৫০ অপরাহ্ণ
টাঙ্গাইলের দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধে খুন হলেন সিএনজি চালক
হাসান সিকদার, টাঙ্গাইল :

দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে টাঙ্গাইলের নাগরপুরে খুন হলেন এক সিএনজি চালক। নিহতের নাম সুমন শিকদার (২৬)।

সে নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কাজিবাড়ী গ্রামের মোতালেব শিকদারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুর রশিদ ও সুজন শিকদার। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। আজ সোমবার দুপুরে উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতমারা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতমারা গ্রামের রশিদের সাথে তার সৎ ভাই আতোয়ার রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।

সোমবার দুপুরে রশিদের নাতি মারুফ হোসেন স্কুলে যাওয়া জন্য বাড়ী থেকে বের হয়। কিছুদূর যাওয়ার পর আগে থেকেই রাস্তায় থাকা আতোয়ার হোসেন মারুফকে জোরপুর্বক তুলে নিয়ে তার বাড়ীতে একটি ঘরের মধ্যে আটকিয়ে রাখে। মারুফের আটকের খবর পেয়ে দাদা রশিদ, আত্বীয় সুজন শিকদার ও সিএনজি চালক সুমন শিকদারকে নিয়ে সৎভাই আতোয়ারের বাড়ীতে যায়। সেখানে মারুফের আটকের বিষয় নিয়ে তাদের সাথে তর্কবিতর্ক হয়।

সুমনও মারুফের আটকের বিষয় নিয়ে তর্কে জড়ায়। একপর্যায়ে আতোয়ার ও তার ছেলে আসিফ ক্ষিপ্ত হয়ে রশিদ, সুমন ও সুজনকে লাঠি ও টেটা দিয়ে আঘাত করতে থাকে। টেটা দিয়ে সুমন ও রশিদের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এলাকাবাসী তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় সুমন শিকদার মারা যান।

নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আতোয়ার, আসিফ ও তার স্ত্রীকে আটক করেছে। এছাড়াও হত্যাকান্ডের সাথে আরো যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

শেয়ার