Top

ভোলায় ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে বৃষ্টি

১০ মে, ২০২২ ১১:৩৬ পূর্বাহ্ণ
ভোলায় ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে বৃষ্টি
ভোলা প্রতিনিধি :

ভোলায় ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে ৭ উপজেলায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৯ এপ্রিল) ভোর থেকে বৃষ্টি শুরু হলেও দুপুর পৌনে ১০ টার দিকে বৃষ্টির মাত্রা বাড়ে। ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় ভারী বৃষ্টি হয়েছে।
ভোলার ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রশিদ জানান, ‘অশনি’র প্রভাবে ভোলার ৭ উপজেলায় বৃষ্টি হচ্ছে। ভোলা সদরে গুড়িগুড়ি, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, মনপুরা উপজেলায় হালকা ও তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় সকালে ও বিকালে ভারী বৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে- কয়েক ঘণ্টা পর বৃষ্টি বাড়তে পারে। ভোলায ৪৩ মিলিমিটার থেকে ৮৯ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিপিপির এই কর্মকর্তা আরও বলেন, বর্তমানে ভোলায় ২ নাম্বার দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া ভোলার ৭ উপজেলায় সিপিপির ৭টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া ১৩ হাজার ৬শত জন সিপিপি স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার