রংপুর নগরীর নিউ সেনপাড়া করনজাই রোড এলাকার পুকুরের পাড় থেকে মঙ্গলবার সকালে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার পুলিশ। সুরতহাল শেষে মরদেহটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) তপন কুমার রায় জানিয়েছেন, রাতের আধারে বে বা করা নবজাতকের মরদেহটি সেখানে ফেলে রেখে গেছেন তা বলা যাচ্ছে না। আমরা আশপাশের সিসি টিভির ফুটেজগুলো বিশ্লেষন করে ওই ব্যক্তির পরিচয় বের করা চেষ্টা করছি। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি
সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানান তিনি।