Top

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত

১০ মে, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আলমগর ও যাত্রাপুর এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম কাইয়‚ম (৫৫)। তার বাড়ি সিলেটের জগন্নাথপুরে। তিনি পেশায় একজন ধান কাটার শ্রমিক। তবে অপর নিহত যুবকের নাম পরিচয় জানা
যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সালাউদ্দিন খান নোমান জানান, সকালে যাত্রাপুর এলাকায় রেললাইন পারাপার হতে গিয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনে কাটা পড়ে ২৫ বছরের এক অজ্ঞাত যুবক নিহত হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে আলমনগর এলাকায় একইভাবে ট্রেনে কাটা পড়ে কাইয়‚ম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

শেয়ার