Top
সর্বশেষ

শেরপুর পৌর আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন: সভাপতি প্রকাশ,সম্পাদক উৎপল

১১ মে, ২০২২ ১:৩৩ অপরাহ্ণ
শেরপুর পৌর আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন: সভাপতি প্রকাশ,সম্পাদক উৎপল
হাফিজুর রহমান লাভলু,শেরপুরঃ :

শেরপুর পৌর আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নয়া সভাপতি হয়েছেন সদ্য বিলুপ্ত পৌর কমিটির সাধারণ সম্পাদক বাবু প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক পদে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার(১০ মে ) রাত সাড়ে নয়টায় জেলা আ’লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে সোশাল মিডিয়ায় প্রচার হওয়ার সাথে সাথেই দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা আনন্দ উল্লাসে মেতে উঠেন এবং শহরে মিষ্টি বিতরণ করেন। শেরপুর জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ৮ মে শেরপুর পৌর আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বিদায়ী পৌর আ’লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম।
সম্মেলনের উদ্বোধন করেন শেরপুর জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, অধ্যাপক রেমন্ড আরেং। প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল।

শেয়ার