জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এড. সামছুল আলম দুদুকে অবমাননার প্রতিবাদে জেলা প্রশাসকের অপসারণ দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
আজ দুপুর ১২টায় তৃণমূল আওয়ামীলীগের ব্যানারে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন রকম শ্লোগান দিয়ে তার অপসারণ দাবী করা হয়।
আকস্মিক এই মিছিলের জন্য শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
গত সোমবার আধুনিক জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন এবং পাঁচবিবিতে মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধনীতে স্থানীয় সংসদ সসদ্য কোন অতিথি করা হয়নি অথচ সেখানে জেলা প্রশাসক অতিথি ছিলেন।
আওয়ামী লীগের কয়েকজন তৃণমূল নেতা জানান, পদাধিকার বলে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য কিন্তু তাকে সেই অনুষ্ঠানে আমন্ত্রন জানানো হয়নি।
একই দিনে পাঁচবিবিতে মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় অনেক নেতা-কর্মীকে আমন্ত্রন জানানো হলেও চিঠি বা ব্যানারে সংসদ সদস্যর নাম না রাখায় সংসদ সদস্যকে যথেষ্ঠ অপমান এবং অবমাননা করা হয়েছে বলে তৃণমুল নেতা-কর্মীরা এই বিক্ষোভ ও আন্দোলনের ডাক দেন।