Top
সর্বশেষ

বগুড়ায় মেয়ের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মায়ের মৃত্যু

১১ মে, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
বগুড়ায় মেয়ের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মায়ের মৃত্যু
বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় মেয়ের মৃত্যু শোক সহ্য করতে না পেরে সাহারা বেগম(৭৪) নামে এক মা মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের নারুলী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাহারা বেগমের ভাই ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ রোস্তম আলী।

কাউন্সিলর মোঃ রোস্তম আলী জানান, তার ভাগ্নী কল্পনা আক্তারের বিয়ে হয়েছে শেরপুর। তার স্বামীর নাম আব্দুল লতিফ। ঈদের মধ্যে তার বোন সাহারা বেগমকে দেখে গেছেন তার ভাগ্নী কল্পনা। গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে শেরপুরে হঠাৎ করে তার ভাগ্নী কল্পনা আক্তার মারা যান। এই শোক সহ্য করতে না পেরে কল্পনার মা সাহারা বেগমও বুধবার সকালে মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, বুধবার বাদ আছর নারুলী মধ্যপাড়া রেললাইন সংলগ্ন বুধা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে নামাজে জানাজা শেষে তাকে নারুলী কবরস্থানে দাফন করা হবে।

শেয়ার