Top
সর্বশেষ

বগুড়ায় পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

১১ মে, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
বগুড়ায় পুকুর থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় পুকুর থেকে শফিকুল ইসলাম(৪০) নামে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে শাজাহানপুরের শাকপালা পশ্চিমপাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ওই এলাকার বাচ্চু শেখের ছেলে। পেশায় সেলুনের কাজ করা শফিকুল গত ৯ মে রাত থেকে নিখোঁজ ছিলেন। নিহতের শরীরে ধারালো অস্ত্রে জখমের চিহ্ন রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানাধীন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সৈকত হাসান।

ইন্সপেক্টর সৈকত হাসান জানান, গত ৯ মে সন্ধ্যার পর থেকে শফিকুল নিখোঁজ ছিল বলে তার পরিবার জানিয়েছে। পরে বুধবার দুপুর ১২টার দিকে শফিকুলদের বাড়ির ৭০০ গজ দূরে এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরের পেটে ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

 

শেয়ার