Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

জানাজা শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

১১ মে, ২০২২ ৫:৪৮ অপরাহ্ণ
জানাজা শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার
মুহাম্মদ দিদারুল আলম,চট্টগ্রাম :

চট্টগ্রামের মিরসরাইয়ে আত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মোমিন সওদাগর (৬৫) না‌মে এক‌ বীর মু‌ক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১১ মে) সকাল সা‌ড়ে ১২টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কের চৈত‌ন্যের হাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন সওদাগর উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউ‌নিয়‌নের ৮ নং মস‌জি‌দিয়া ওয়া‌র্ডের বাসিন্দা।

নিহতের আত্মীয় সূত্রে জানা গেছে, সকা‌লে এক আত্মীয়ের জানাজা শে‌ষে বাসায় ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় তিশা পরিবহ‌নের এক‌টি দ্রুতগামী বাসের ধাক্কায় তার মৃত্যু হয়।

খৈয়াছড়া ইউ‌নিয়‌নের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু জানান, মু‌ক্তি‌যোদ্ধা মো‌মিন সওদাগরের মৃত্যুর খবর জান‌তে পে‌রে‌ছি। তি‌নি মিরসরাই‌তে ভাড়া বাসায় থাক‌তেন।

মিরসরাই উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমা‌ন্ডার আবুল হা‌শেম জানান, নিহত মুক্তি‌যোদ্ধার মরদেহ নিহ‌তের ভাড়া বাসা মিরসরাই ষ্টে‌ডিয়াম এলাকায় র‌য়ে‌ছে। বিকাল ৪ টায় মিরসরাই স্টেডিয়া‌মে রা‌ষ্ট্রীয় মর্যাদায় প্রথম নামা‌জে জানাজা অনু‌ষ্ঠিত হ‌বে। প‌রে নয়দুয়া‌রিয়ার মস‌জি‌দিয়া এলাকায় নিজ বা‌ড়ি‌তে দ্বিতীয় জানাজা শে‌ষে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হ‌বে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, সকাল ১০টা ৪০মিনিটে উপজেলার সোনাপাহাড় মস্তাননগর বাইপাস এলাকায় তিশা প্লাটিনাম বাসের ধাক্কায় ঘটনাস্থলে বীর মুক্তিযোদ্ধা মুমিনুল ইসলাম নিহত হন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাস এবং চালক পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ার