Top

বগুড়ায় একদিনেই পেঁয়াজের দাম কেজিতে ৮ টাকা বৃদ্ধি

১১ মে, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
বগুড়ায় একদিনেই পেঁয়াজের দাম কেজিতে ৮ টাকা বৃদ্ধি
বগুড়া প্রিতিনিধি :

ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বগুড়ার পাইকারি ও খুচরা বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। ঈদের আগে থেকে ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল দেশি পেঁয়াজ। হঠাৎ কেজিতে পাঁচ টাকা বেড়ে এখন তা ৪০ টাকায় ঠেকেছে। এদিকে বিক্রেতারা বলছেন, দীর্ঘদিন আমদানি বন্ধ থাকলে দাম আরও বাড়বে। বুধবার শহরের রাজাবাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায় ,বাজারের সবকটি দোকানেই ভারতীয় ও দেশীয় পেঁয়াজের ভালো সরবরাহ রয়েছে। এরপরেও দাম ঊর্ধ্বমুখী। এক সপ্তাহ আগে এই বাজারে দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছিল ২৫ থেকে ২৮ টাকা কেজি দরে। তা খুচরা বিক্রি হয়েছিল ২৭ থেকে ৩২ টাকা দরে। গত তিন দিনের ব্যবধানে সেই পেঁয়াজ আজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে।

পেঁয়াজ কিনতে আসা আতিকুর রহমান ও ইকবাল হোসেন নামের দুইজন ক্রেতা বলেন, হঠাৎ রাজা বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে। আমরা দুই দিন আগে ৩২ থেকে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনে নিয়ে গেলাম আজকে এসে দাম শুনি ৪০ টাকা কেজি

রাজাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী লিটন বলেন, ‘হঠাৎ করেই পেঁয়াজের দামটা বেড়ে গেছে। দেশি পেঁয়াজের পাশাপাশি ভারত থেকে পেঁয়াজ আমদানি কমে গেছে। যার প্রভাবে পেঁয়াজের দামটাও বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের আমদানি বাড়লে আবারও দাম কমে যাবে বলে আশা করছি।

আলমগীর নামের এক ব্যবসায়ী বলেন, গতকাল ১১২০ টাকা মণ পেঁয়াজ কিনেছিলাম। আজ হাটে এক মণ পেঁয়াজ কিনেছি ১৪০০ টাকায়। হাটে দাম বাড়ালে আমাদেরও সেই অনুপাতে বিক্রি করতে হয়।

এ বাজারের খুচরা বিক্রেতা লালু বলেন, ‘ঈদের আগে পাইকারিতে ২৫-৩০ টাকায় পেঁয়াজ কিনে ৩৫ টাকা দরে বিক্রি করেছি। আজ পাইকারি কিনেছি ৪০ টাকা দরে, যা পরিবহন ও অন্যান্য খরচ ধরে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।’

রাজাবাজার আড়ৎ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, ‘ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে প্রভাব পড়েছে। আমদানি চালু না হলে পেঁয়াজের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।’

 

শেয়ার