কেশবপুরে আসন্ন ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো. আরিফুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা জৈষ্ঠ্য মৎস্য কর্মকর্তা সজীব সাহা, ইন্সটেক্টর রবিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, জসিম উদ্দিন, এস এম মুনজুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় সাইক্লোন শেল্টার, শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত রাখাসহ ইউনিয়ন পর্যায়ে মাইকিং করা হয়েছে।