Top
সর্বশেষ

ঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় শিক্ষক-ছাত্র নিহত

১১ মে, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ
ঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় শিক্ষক-ছাত্র নিহত
আর আই রাজিব, ঝিনাইদহ :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসাননগর নামক স্থানে পৃথক সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক গোলাম রহমান (৫০) ও কলেজ ছাত্র অংকন রহমান (১৭) জন নিহত হয়েছেন।১১ মে (বুধবার) সকাল ১০ টা ও বিকাল ৪ টার দিকে একই স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রহমান আসাননগর এবিসিডি মাদ্রাসার শিক্ষক ও ব্রাহিমপুর গ্রামের বাসিন্দা। আর অংকন রহমান মহেশপুর গ্রামের ডাবলু জোয়ার্দ্দারের ছেলে।

পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে বাইসাইকেলযোগে মাদ্রাসায় যাওয়ার পথে আসাননগর নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাস ধাক্কা লেগে ঘটনাস্থলেই শিক্ষক গোলাম রহমান মারা যান।

অপরদিকে বুধবার বিকাল ৪টার সময় একই স্থানে মোটর সাইকেল আরোহী ও ইজি বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় মোটর সাইকেল আরোহী অংকন রাস্তার উপর ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌছালে কলেজ ছাত্র অংকন মারা যান।

এব্যাপারে শৈলকুপা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সঞ্জয় কুমার দেবনাথ বলেন, পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত হওয়ার খবর তাদের কাছে রয়েছে।

শেয়ার