Top
সর্বশেষ

মাদারীপুরে বিদুৎস্পৃষ্ঠ হয়ে ছাএের মৃত্যু

১১ মে, ২০২২ ৯:৪৩ অপরাহ্ণ
মাদারীপুরে বিদুৎস্পৃষ্ঠ হয়ে ছাএের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের শিবচরে বিদুৎ স্পৃস্ঠ হয়ে মনির কাজি ( ১৫) নামে এক স্কুল ছাএের মৃত্যু হয়েছে। বুধবার (১১ মে) দুপুরে শিবচরের দারানিকান্দি গ্রামে এঘটনা ঘটে।মনির কাজি দারানিকান্দি গ্রামের আলমগীর কাজির ছেলে।

পুলিশ ও পারিবারিক সুএ জানায়, আজ দুপুরে মনির নিজ বাড়িতে একটি অটো ভ্যানে বিদুৎ চার্জ দেয়ার সময় বসা ছিলো। হঠাৎ সে বিদুৎ পৃস্ঠ হয়ে গুরুতর আহত হয়। দ্রুত তাকে শিবচর উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করে।
শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন ঘটনার কথা স্বীকার করেন।

শেয়ার