রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে সাতার কাটতে গিয়ে লোকেস বৈদ্য (১৯) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন অপূর্ব সাহা (১৮) নামে আরেক পর্যটক। বুধবার (১১মে) উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতাঘাট মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত লোকেস বৈদ্য চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা গ্রামের অপু বৈদ্যর ছেলে। তিনি চট্টগ্রাম ইসলামীয়া কলেজে প্রথম বর্ষে অধ্যায়নরত। নিখোঁজ অপূর্ব সাহার পূর্নাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে- চট্টগ্রাম থেকে ৬জনের পর্যটক দল (তারা বিভিন্ন কলেজের শিক্ষার্থী) কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা মিশনঘাট এলাকায় বেড়াতে আসেন। সেখান থেকে তারা নৌকা ভাড়া করে দুপুরে (ইঞ্জিন চালিত) প্রথমে চিৎমরম বৌদ্ধবিহার ঘাটে যায়। এরপর সেখান থেকে তারা বিকেলে সীতাঘাট মন্দির এলাকায় যাত্রা করে এবং ওই স্থানে গিয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। এসময় নদীর ¯্রােতে ৬পর্যটকের মধ্যে তিনজন নদীর তীরে ফিরে আসতে সক্ষম হলেও তিনজন ভেসে যান। তবে ভেসে যাওয়া তিনজনের মধ্যে একজনকে নদী থেকে জীবিত অবস্থায় উদ্ধার করে কাপ্তাই ফায়ার সার্ভিস ডুবুরী দল। উদ্ধার করা পর্যটক বর্তমানে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপর দু’জনের মধ্যে সন্ধ্যায় একজনের মরদেহ উদ্ধার করে কাপ্তাই নৌবাহিনীর ডুবুরী দল। তবে এখনো একজন নিখোঁজ রয়েছেন।
কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- কাপ্তাই উপজেলা ফায়ার সার্ভিস ডুবুরী দল এবং কাপ্তাই নৌবাহিনী ডুবুরী দল এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।