Top

কালবৈশাখীর ছোবলে দিনমজুর পরিবারের মাথা গোজার ঘরটি এখন বসবাসের অনুপযোগী  

১২ মে, ২০২২ ১২:৫০ অপরাহ্ণ
কালবৈশাখীর ছোবলে দিনমজুর পরিবারের মাথা গোজার ঘরটি এখন বসবাসের অনুপযোগী  
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতীতে কাল বৈশাখীর ছোবলে  আবু সিদ্দিক নামে এক দিনমজুর পরিবারের মাথা গোজার ঘরটি এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়ে আছে ।
আবু সিদ্দিক উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ডেফলাই গ্রামের – মৃত আবুল মুন্সির ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।  ২ ছেলে এক মেয়েসহ ৫ সদস্যের পরিবার। দিনমজুরি করেই চলতো সংসার।বসবাসের জন্য  তার ছিলোনা কোন মাথা গোঁজার ঠাই।
জানা যায়, এলাকার লোকজনের  সহযোগিতায় তাকে মাথাগোজার  মতো একটা টিনের ঘর তৈরি করে দেয়া হয়।  আবু সিদ্দিক দিনমজুরি করে পরিবারের সদস্যদের  ভরণপোষণের পাশাপাশি ওই ঘরেই বসবাস করে আসছিলেন।  ভালোই কাটছিলো তার সংসার কিন্তু গত১৯ এপ্রিল  ভোরে কালবৈশাখীর ছোবলে গুড়িয়ে দেয় তার মাথাগুজার ঠাই টিনের ঘরটি।
টাকার অভাবে ঘরটি আর সংস্কার করতে পারেননি।  আবু সিদ্দিক  জানান, ঘরটি বসবাসের অনুপযোগী। সংস্কারের অভাবে কখনো খোলা আকাশের নীচে, আবার  কখনো অন্যের বাড়িতে রাত যাপন করে আসছেন পরিবার পরিজন নিয়ে। ঘ
রটি সংস্কারের জন্য এলাকার কেউ বা কোন জনপ্রতিনিধি এগিয়ে আসেননি। ঘরটি সংস্কার করতে না পেরে আবু সিদ্দিক এখন দিশেহারা।
এবিষয়ে উপজেলা প্রকল্প  কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নানের সাথে কথা হলে তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করার জন্য পরামর্শ দিয়েছেন।
শেয়ার