Top

বগুড়ায় মাদক সেবন নিয়ে সেলুন শ্রমিকে হত্যা করে মাসুদ

১২ মে, ২০২২ ৮:১০ অপরাহ্ণ
বগুড়ায় মাদক সেবন নিয়ে সেলুন শ্রমিকে হত্যা করে মাসুদ
বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় সেলুন শ্রমিক শফিকুল ইসলাম(৪০) হত্যাকাণ্ডে জড়িত মাসুদ রানা(২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মূলত মাদক সেবনের সময় কথাকাটির এক পর্যায়ে শফিকুলকে ছুরিকাঘাতে হত্যা করে মাসুদ। গ্রেফতারকৃত মাসুদ শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকার মৃত আলিমুদ্দীনের ছেলে। বুধবার বিকালে শাকপালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব তথ্য জানিয়েছেন শাজাহানপুর থানাধীন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সৈকত হাসান।

ইন্সপেক্টর সৈকত হাসান জানান, শফিকুল ও মাসুদ রানা দুজন এক সাথে মাদক সেবন করতো। গত ৯ মে রাতে তারা এক সাথে মাদক সেবন করতে শাকপালা পশ্চিমপাড়া এলাকায় একটি ডোবার পাশে যায়। সেখানে মাদক সেবনের এক পর্যায়ে শফিকুলের সাথে মাসুদের কথা কাটাকাটি হয়। এসময় মাসুদের কাছে থাকা ছুরি দিয়ে শফিকুলকে উপর্যুপরি আঘাত করে খুন করে। পরে তার লাশ ওই ডোবায় ফেলে পালিয়ে যায় মাসুদ। এরপর বুধবার দুপুর ১২টার দিকে ওই ডোবা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার