Top

দল বিপুর পরিবারের পাশে থাকবে: মির্জা ফখরুল

১২ মে, ২০২২ ৯:৪৪ অপরাহ্ণ
দল বিপুর পরিবারের পাশে থাকবে: মির্জা ফখরুল
রংপুর প্রতিনিধি :

বর্তমান সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা নিদারুণ নির্যাতন, যন্ত্রনা ও হামলা-মামলার মধ্য দিয়েই গণতন্ত্র উদ্ধারে কাজ করছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাতে সদ্য প্রয়াত রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিপুর বাড়িতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিপু দলের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন।

তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে, আসলে রাজনৈতিক নেতা-কর্মীদের জীবনটা এমনই হয়।
এরা দিন আনে দিন খায়। আগামীকাল কী খাবে তার সঙ্গতিও থাকে না।

এখন বর্তমান সরকারের আমলে আমরা যারা বিএনপির নেতাকর্মী রয়েছি, আমাদের সকলের প্রায় একই অবস্থা দাঁড়িয়েছে। নিদারুণ নির্যাতন, যন্ত্রনা ও হামলা-মামলার মধ্য দিয়েই আমাদের নেতাকর্মীরা গণতন্ত্র পুন উদ্ধারে কাজ করে যাচ্ছেন। মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন যে, ইতোমধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হয়ে আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলায় সাজা দিয়ে নির্বাসিত করা হয়েছে।

আজকে এটুকু বলতে পারি যে, দল প্রয়াত বিপুর পরিবারের পাশে থাকবে। তার মেয়ের পড়াশোনা ও পরবর্তী কর্মসংস্থানের জন্য আপ্রাণ চেষ্টা করবে।
এর আগে বিপুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এসময় পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন মির্জা ফখরুল।
এসময় রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

শেয়ার