ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে সয়াবিন তেল মজুদ রেখে বেশি দামে বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২ মে) বেলা ১১ টা দিকে চরফ্যাশন উপজেলা সদর বাজারের কাপরিয়া পট্টি ও থানা রোডে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদল হাসান এ অভিযান পরিচালনা করেন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদল হাসান বলেন, ভোলার চরফ্যাশন উপজেলা সদর বাজারের বিভিন্ন দোকানে
বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে একতা ট্রেডার্সকে ১০ হাজার টাকা, খোলা সয়াবিন তেল বেশি দামে বিক্রি করার অপরাধে ইব্রাহীম ষ্টোরকে ৫হাজার ও মিয়াজি ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ১৫০ লিটার তেল মজুতকৃত অবস্থায় পাওয়া যায়। পরে সেগুলো আগের দামে বিক্রির ব্যবস্থা করা হয়। এবং বাজারের বিভিন্ন তেলের ডিলার ও পাইকারি এবং খুচরা বিক্রেতাদের গুদামে অভিযান চালানো হয়। এসময় উপজেলা প্রশাসন ও চরফ্যাশন থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।