Top
সর্বশেষ

পাবনায় লক্ষাধিক লিটার তেল উদ্ধার

১৩ মে, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ
পাবনায় লক্ষাধিক লিটার তেল উদ্ধার
পাবনা প্রতিনিধি :
দেশব্যাপী ভোজ্য তেলের সংকটময় পরিস্থিতির মূল রহস্য উন্মোচনের জন্য মাঠে নেমেছে প্রশাসন। এরই অংশ হিসাবে পাবনায় অবৈধ ভাবে ভোজ্য তেল মজুদকৃত ডিলারদের দোকান ও গুদাম ঘরে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের প্রথম দিনেই জেলা বিভিন্ন বাজারে অভিযান করে অবিক্রিত অধিক মুনাফার আশায় মজুদ রাখা প্রায় ১ লক্ষ ২৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করা হয়।  এই উদ্ধার হওয়া তেল সরকার নির্ধারতি পূর্বের দামেই বিক্রির জন্য নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর কর্তৃপক্ষ।
এই অভিযান ও ন্যায্যমূল্যে তেল প্রাপ্তির কথা ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (১২ মে)  সকাল থেকে পাত্র নিয়ে অভিযানকৃত দোকানের সামনে হাজির হয় সাধারন ক্রেতারা। এসময় কাশিনাথপুর সুনিল ও লক্ষণ কুমার সাহার গুদাম ঘর থেকে  সামান্য কিছু তেল দিয়ে দোকান বন্ধ করে সটকে পরেন মালিক পক্ষের কর্মচারিরা। অপরদিকে মীর ট্রেডার্স এর উদ্ধারকৃত তেল তারা এখনো বিক্রি করছেনা বলে অভিযোগ করেন সাধারণ ক্রেতারা তারা মীর ষ্টোরে তেল কিনতে গেলে বলছে তেল নাই তেল ফুরে গেছে।
 এদিকে সকাল থেকে তেল নিতে এসে লাইনে দাড়িয়ে তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে সাধারন ক্রেতারা। বিষয়টি স্থানীয় থানা পুলিশ কে অবহিত করলে পরবর্তীতে তাদের হস্তোক্ষেপে আবারো তেল দেয়ার কার্যক্রম শুরু হয়।
ঘটনার বিষয়ে পাবনা আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী বলেন, একদিন আগে আমাদের আমিনপুর ও বেড়া থানাধিন কাশিনাথপুর বাজারে তিনটি দোকানের গুদাম ঘরে  অভিযান করেছে ডিবি পুলিশ ও নির্বাহী ম্যাজিট্রেনগণ। এখানে তিনিট দোকান থেকে বিপুল পরিমান মজুদকৃত ভোজ্যতেল উদ্ধার হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের তিনটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
অভিযানের পরে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে আগামী দুই তিনদিনের মধ্যে এই তের পূর্বের সরকার নির্ধারিত দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির জন্য। এই সংবাদ ছড়িয়ে পরলে স্থানীয়রা সকাল থেকে প্রতিটি দোকানের সামনে তেলের পাত্র নিয়ে হাজির হন। কিন্তু লাইনে মানুষ দাড়িয়ে থাকলেও বৃষ্টির অজুহাতে দোকান বন্ধ করে দিলে সাধারন ক্রেতারা ক্ষুব্ধ হয়ে উঠে। এসময় পরিস্থিতি বেগতিক দেখে সটকে পরে বিক্রেতারা। এই খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে এসে পরিস্থিতি স্বাভাবিক করি। হাট বার হওয়ার কারণে সকলকে সেখান থেকে সরিয়ে ডিলারদের গোডাউনের সামনে এনে নিয়ম অনুসারে তেল দিতে সহযোগিতা করেছি। আগামীকাল ও এই তেল দেয়া হবে বলে জানিয়েছেন বিক্রেতারা।
প্রসঙ্গত, ১১ মে (বুধবার) পাবনা সুজানগর, কাশিনাথপুর বাজার ও পাবনা বড় বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত ১ লক্ষ ২৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করে প্রশাসন। অভিযানে সুজানগর বাজারে ঘোষ স্টোরে গোডাউনে থেকে অবৈধ ভাবে মজুদকৃত ৩ হাজার ১শত ৩৭ লিটার। কাশিনাথপুর বাজারের তিনটি প্রতিষ্ঠান ব্যাংক সুনীলের গোডাউন, লক্ষন কুমার সাহার গোডাউন ও মীর স্টোরের গোডাউন থেকে আরো ৭৫ হাজার লিটার ও পাবনা শহরের বড়বাজারের উত্তম কুন্ডুর ভাই ভাই ট্রেডার্স এর গোডাইন থেকে ৪৬ হাজার লিটার তেল উদ্ধার হয়। এই তেল অবৈভাবে মজুদ করে অধিক মুনাফা আশায় আটকে রেখেছিলেন ব্যাবসায়ীরা।
শেয়ার