ভালো কাজের জন্য মাগুরা জেলার মহস্পুমদপুরে পুরষ্কৃত হলেন ৩১জন আনসার ও ভিডিপি সদস্য পুলিশসহ বিভিন্ন বাহিনীর সঙ্গে অঙ্গীভূত হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন আনসার সদস্যরা।
নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় প্রথমেই ডাক পড়ে এই আনসারদেরই। করোনা মোকাবেলায় তারা বিভিন্ন কাজে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেছেন। এছাড়া পুলিশের সঙ্গে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বও পালন করছেন তারা।
ভালো কাজের স্বীকৃতি স্বরুপ এই সদস্যদের মধ্যে মাগুরার মহম্মদপুর উপজেলার ৩১জন আনসার ও ভিডিপি সদস্য পুরষ্কৃত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের উপজেলা সমাবেশে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ওইসব সদস্যদের হাতে পুরষ্কার তুলে দেন।
মহম্মদপুর উপজেলায় প্লাটুন ভূক্ত ১১৯৬৮জন ভিডিপি সদস্য ও ৪০৩ জন আনসার সদস্য রয়েছেন।