Top
সর্বশেষ

শ্রীপুরে গাঁজাসহ আটক ১

১৩ মে, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ
শ্রীপুরে গাঁজাসহ আটক ১
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে ৫’শ ২০ গ্রাম গাঁজাসহ মিলন শেখ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

বুধবার দিনগত রাতে উপজেলার সব্দালপুর ইউনিয়নের সব্দালপুর (মোল্লার ডাঙ্গী) গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী গাঁজাসহ তার বাড়িতে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে এসআই আজম আলী ও সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় ৫’শ ২০ গ্রাম গাঁজাসহ মিলনকে আটক করা হয়। ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার