Top

গোপালগঞ্জে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন

১৩ মে, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
গোপালগঞ্জে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন
গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, জেলা সংসদের এয়োদশ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মে) সকাল ১০টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি মিলনায়তনের সম্মেলন কক্ষে এ সম্মেলনের প্রথম পর্বে সম্মেলনের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব।

এ সময় উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, প্রগতি লেখক সংঘের সাধারন সম্পাদক দীপংকর গৌতম, উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদকমন্ডলীর সদস্য সুরাইয়া পারভীন লিরা, গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিসুর রহমান রাজু, সহ সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডলসহ উদীচীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর শেখ ফজলুল হক মনি মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মো: নাজমুল ইসলাম জানিয়েছেন, দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একই স্থানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সেখানে গোপালগঞ্জ জেলা উদীচী সংসদ, কোটালীপাড়া শাখা ও রঘুনাথপুর শাখার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।

শেয়ার