Top
সর্বশেষ

কলেজ ছাত্রীকে উত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড

১৩ মে, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
কলেজ ছাত্রীকে উত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড
বরিশাল প্রতিনিধি :

বরিশালে কলেজ ছাত্রীকে উত্যক্ত করার দায়ে রাব্বি সরদার (২০) নামে এক বখাটে যুবককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। পরে আটক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১৩ মে) দুপুরে বখাটে যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

পুলিশের মিডিয়া সেল সূত্রে জানাযায়, গত ১১ মে এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ঐ কলেজ ছাত্রী। অভিযোগে উল্লেখ করা হয়, রাব্বী সরদার নামের এক ছেলে মোবাইল, ফেসবুক এমনকি কলেজের যাওয়া আসা পথে তাঁকে হুমকি দেয়, উত্যক্ত করে, ইভটিজিং করে এবং এতে করে পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হচ্ছিল।

পরে ঐ লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এয়ারপোর্ট থানা পুলিশ গতকাল ১২ মে সন্ধ্যায় মাধবপাশা বাজার সংলগ্ন চন্দ্রদ্বীপ হাইস্কুল এন্ড কলেজ মাঠ এলাকা থেকে মাদবপাশা ইউনিয়নের চাচুরিপাশার সোহেল সরদারের ছেলে অভিযুক্ত রাব্বী সরদার ওরফে সাব্বির সরদারকে আটক করে।

এয়ারপোর্ট থানার এসআই আসাদুজ্জামান জানান, কলেজ ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বখাটে যুবক রাব্বি সরদারকে আটক করা হয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, কলেজ ছাত্রীকে উত্যক্তের অভিযোগে ঐ বখাটে যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার