Top
সর্বশেষ

ফরিদপুরে ৩০০ লিটার সয়াবিন জব্দ, ৬০ হাজার টাকা জরিমানা

১৩ মে, ২০২২ ৫:০২ অপরাহ্ণ
ফরিদপুরে ৩০০ লিটার সয়াবিন জব্দ, ৬০ হাজার টাকা জরিমানা
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর শহরের সরকারী হেলিপোর্ট মার্কেটে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে ৩০০ লিটার সয়াবিন তেল জব্দ করে। এছাড়াও বোতলজাত তেল ড্রামে ভরে লুস বিক্রি করছিল ওই ব্যবসায়ীরা।

এসব অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা ও দশ দিনের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। পরে জব্দ তেল উপস্থিত জনতার মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের হেলিপোর্ট মাকের্টের মফিজ স্টোর ও আসাদ ষ্টোরে অভিযান পরিচালনা করা হয়।

এসময় তাদের কাছে পুরানো দরের প্রায় তিনশ লিটার বিভিন্ন কোম্পানির সায়াবিন তেল জব্দ করা হয়। এছাড়াও ওই ব্যবসায়ীরা বোতলাজাত তেল ড্রামে ভরে লুস বিক্রি করছিল, যার প্রমান পাওয়া গেছে।

তিনি বলেন, জব্দকৃত তেল উপস্থিত ক্রেতাদের পূর্বের মূল্যে দিয়ে দেওয়া হয়েছে। এবং অবৈধ ভাবে তেল মজুতের দায়ে মফিজ ষ্টোরকে ৬০ হাজার এবং আসাদ ষ্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওই দুই ব্যবসা প্রতিষ্ঠানকে দশ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

শেয়ার