বান্দরবান প্রতিনিধি :
আলীকদমে পানিতে ডুবে মারুফা জান্নাত (৭) ও মাহফুজা জান্নাত (৪) নামে দুইশিশুর অপমৃত্যু হয়েছে। ১৩ মে বিকালে চৈক্ষ্যং ইউনিয়নে ৬নং ওয়ার্ড সিরাজ কার্বারী পাড়ায় এই ঘটনাটি ঘটে।
নিহত মারুফা জান্নাত (৭) ও মাহফুজা জান্নাত (৪) , তারা ৬নং ওয়ার্ড সিরাজ কার্বারী পাড়ার নিবাসী মোহাম্মদ উল্লাহ এর মেয়ে।
নিহত বিষয়টি নিশ্চিত করেছেন আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার ।
পুলিশ জানিয়েছেন, বিকালে বড়বোন মাহমুদা জান্নাত (১১) নলকুপে পানি সংগ্রহ করতে যায়। তাকে খুঁজতে দুই বোন বের হলে পুকুরে পড়ে নিহত হন।
স্থানীয়রা জানান, তাদের বড় বোন বাড়ীতে এসে তার বোনদেরকে দেখা না মিললে বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকে। পরে রাতে বাড়ীর পাশে পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়।
চৈক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানিয়েছেন, কৃষক মোহাম্মদ উল্লাহ এর দুই মেয়ে পাশের পুকুরে ডুবে মারা গেছে।
আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার জানান, দুশিশুর লাশ উদ্ধার করে পরিবারদের কাছে হস্তান্তর করা হয়েছে।